নওগাঁর পোরশায় এক হাজার পিস ট্যাপেন্টা ট্যাবলেটসহ রতন বাবু (২৭) ও নুরে আলম (২৭) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পোরশা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত রতন বাবু উপজেলার শিশা বাজারের পার্শ্বে খরপা গ্রামের লতিফের ছেলে ও নুরে আলম পার্শ্ববর্তী জেলা চাঁপাই নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গম্বুজপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে গোপন সংবাদ পেয়ে পোরশা থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার শিশা মশিদ ইউপির খড়পা বাজারপাড়া রতন বাবুর বাড়ি থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করে ও তাদের কাছে থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ ২৯ হাজার জব্দ করে।

সত্যতা নিশ্চিত করে পোরশা থানার অফিসার ইনচার্জ জহিরুল হক বলেন,আসামিদের গ্রেপ্তার করার পর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আজই তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।