অলিউর রহমান মেরাজ,নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত তিন জন পলাতক আসামী আটক।
বুধবার ( ২৩ অক্টোবর ) দিবাগত রাতে থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদের নির্দেশে থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসমীদের আটক করে।
আটককৃতরা হলেন উপজেলার ফতেপুর মারাষ এলাকার মোজাফফর হোসেনের ছেলে রিয়াজুল ইসলাম ( ৩২)। পাকুরিয়া এলাকার আব্দুল হাকিমের ছেলে আব্দুল মালেক (৪০)। নীলকন্ঠ পুর এলাকার মৃত শচীন চন্দ্র বর্মনের ছেলে শ্রী দুলাল চন্দ্র (৪১)।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তিন জন পলাতক আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তিন জনের বিরুদ্ধেই আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশের এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।