![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2020/12/received_1335903633439424-400x225.jpeg)
- নড়াইলের লোহাগড়া এক গৃহবধু সহ তিন সন্তানকে মারপিট, শ্লীলতাহানী।
মো: অাজিজুর বিশ্বাস ষ্টাফ রিপোর্টার নড়াইল।।
নড়াইলের লোহাগড়া পৌরসভার রাজুপুর গ্রামে এই মারপিটের ঘটনা ঘটেছে।
অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল ০৪(ডিসেম্বর) শুক্রবার জুমার নামাজ পর রাজপুর গ্রামের জাহাঙ্গীর মন্ডলের বাড়িতে প্রবেশ করিয়া অভিযুক্ত একই গ্রামের জিল্লুর রহমান(৪০), মিহির বিশ্বাসের ছেলে মেহেরাব বিশ্বাস (৪০), মফি শেখের ছেলে সজিব শেখ, জহুর শেখের ছেলে লিমন শেখ, ওলিয়ার মৃধার ছেলে মিল্কি মৃধা, হিরু শেখের ছেলে হামিম শেখ এ ঘটনা ঘটিয়েছে।
অভিযুক্তরা
জাহাঙ্গীর মন্ডল, তার স্ত্রী ও তিন কন্যাকে মারপিট করেছে এবং তার এক কন্যাকে ঘরের মধ্যে আটকে মারপিট ও শ্লীলতাহানী করেছে। এসময় অভিযুক্তরা জাহাঙ্গীর মন্ডলের বাড়ীঘর ভাংচুর ও লুটপাট করেছে।
জাহাঙ্গীর বিশ্বাসের স্ত্রী গুরুতর জখম হওয়ায় তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
মো: অাজিজুর বিশ্বাস ষ্টাফ রিপোর্টার নড়াইল।
মোবাইল :০১৯২০২৮১৭৮৭/০১৭০৫১৯৩০৩০
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।