• নড়াইলের লোহাগড়া ৪৮পিচ ইয়াবাসহ এক মাদক ব্যাবসায়ী আটক।

মোঃ আজিজুর বিশ্বাস,ষ্টাফ রির্পোটার,নড়াইল।

 

নড়াইলের লোহাগড়া উপজেলার নারায়দিয়া গ্রাম থেকে ৪৮ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যাবসায়ী ডিবি পুলিশের হাতে অাটক।

পুলিশ সূত্রে জানা যায়, নড়াইলের ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এসঅাই মনির, হোসেনের নেতৃত্বে সংগীয় ফোর্স নিয়ে নারায়দিয়া গ্রামের হিরু মিয়ার বাড়ির পাশ থেকে তালবাড়িয়া গ্রামের মো: রন্জু মোল্যার ছেলে মো: মামুন মোল্ল্যা (২৬) কে ১/১২/২০২০ তারিখ : মঙ্গলবার দুপুর দুই টা ৩০ মিনিটের সময় অভিযান চালিয়ে তাকে ৪৮পিচ ইয়াবাসহ হাতেনাতে অাটক করা হয়।

নড়াইলের ডিবি পুলিশের এসঅাই মনির হোসেন বলেন অাসামি মামুন কে লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ অাশিকুর রহমান ঘটনার সত্যতা শিকার করে বলেন, অাসামির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অাইনে মামলা দায়ের করা হচ্ছে।

মো: অাজিজুর বিশ্বাস ষ্টাফ রিপোর্টার নড়াইল।
মোবাইল :০১৯২০২৮১৭৮৭/০১৭০৫১৯৩০৩০