

মাজেদুর রহমান (মাজদার),পুঠিয়া প্রতিনিধি: পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নুতন ভবনের প্রধান ফটক থেকে মোটরসাইকেল চুরি হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এ চুরির ঘটনাটি ঘটে। জানাগেছে, উপজেলার জিউপাড়া ইউনিয়নের বড় সেনভাগ গ্রামের মৃত আঃ মতিনের ছেলে মুক্তার ইসলাম (৪০) তার ব্যবহৃত ডিসকভার ১৩৫ সিসির কালে নীল রঙ্গের মোটরসাইকেলটি (রেজিঃ নং বগুড়া ল-১১-১৪০৮) নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নুতন ভবনের প্রধান ফটকের সামনে রেখে ডাক্তারের খোঁজে যান। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি সেখানে রাখা মোটরসাইকেলটি না দেখে খোঁজাখুজি শুরু করেন।
পরে মোটরসাইকেলটি খোঁজ না পেয়ে পুঠিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন জানান, দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি চক্র মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের চুরি করছে। তাদের ধরতে আমরা কাজ করছি।

ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।