স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া(যশোর) : চোরে শোনেনা ধর্মের কাহিনী। কথাটির বাস্তবতায় প্রকাশ্য দিবালোকে বাঘারপাড়ার করিমপুর মোল্যা পাড়ার মসজিদের আইপিএস এর ব্যাটারি ও জায়নামাজ চুরি সংগঠিত হয়েছে।
বৃহশপতিবার (১৪ সেপ্টেম্বর-২০২৩) প্রকাশ্য দিবালোকে জোহরের নামাজের পূর্বে বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়নের করিমপুর গ্রামের মোল্যা পাড়ার মসজিদে চুরি সংগঠিত হয়েছে। চোরেরা মসজিদের ১২ ভোল্টের(৩০ ওয়াট) একটি ব্যাটারি ও দুইটি জায়নামাজ চুরি করে নিয়ে গেছে। এছাড়া আলমারির তালা ভেঙ্গে টাকা-পয়সা খোঁজাখুজি করেছে বলে জানা যায়।
মসজিদের মুসাল্লি আনোয়ার হোসেন মোল্যা ও আব্দুল লতিফ চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।