মঙ্গলবার, ২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ই-পেপার | আজকের পত্রিকা | আর্কাইভ | কনভার্টার অর্গানাইজেশন

প্রায় দুই লাখ ইউএস ডলার সহ যশোরে ৪ জন গ্রেফতার

যশোর প্রতিনিধি:  যশোর সদর উপজেলার হামিদপুর এলাকা থেকে ১,৯০,০০০/- (এক লক্ষ নব্বই হাজার) ইউএস ডলার সহ ০৪ জন আসামী (হুন্ডি পাচারকারী) কে গ্রেফতার করেছে ৪৯, বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)’র  যশোর ব্যাটালিয়ন সদস্যরা।
৪৯, ব্যাটালিয়ন(যশোর) এর অধিনায়ক লে.কর্ণেল সেলিম রেজা বিজিবিএম,পিএসসি জানিয়েছেন,  বেশ  কয়েকটি  হুন্ডি চোরাকারবারী চক্র দীর্ঘদিন যাবত যশোর অঞ্চলে চোরাচালানী কার্যক্রম পরিচালনা প্রতিহত করার জন্য দীর্ঘদিন যাবত হুন্ডি, মাদক, চেরাচালান ও স্বর্ণ আটকের নিমিত্তে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ নিয়মিত অপারেশন পরিচালনা করা হচ্ছে।
.
এছাড়াও, করোনাকালীন সময়ে চোরাকারবারীদের যেকোন তৎপরতা ও কর্মকান্ড রহিত করনের লক্ষে বিশেষ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও অপারেশনাল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যার ফলশ্রুতিতে অদ্য ২২ জানুয়ারি ২০২১ তারিখ সকাল ১১৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বিপুল পরিমান ইউএস ডলার পাচারের লক্ষে ০৪ জন পাচারকারী বেনাপোল হতে একটি লোকাল বাসযোগে যশোর হামিদপুর হতে ৫০০ গজ পূর্ব দিকে নেমে যশোর হতে ঢাকা গামী বাসে যাওয়ার জন্য অপেক্ষাকালে সেখানে তাদেরকে হাতে নাতে ধরা হয়। এ অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক মোহাম্মাদ ফারুক হোসেন।
.
পাচারকারীদের কোমরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ১৯ বান্ডিল প্রতিটিতে ১০ হাজার করে মোট ১,৯০,০০০ ইউএস ডলার পাওয়া যায়,যার আনুমানিক সিজার মূল্য ১,৬০,৭২,০০০/-(এক কোটি ষাট লক্ষ বাহাত্তর হাজার) টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককারীরা স্বীকার করেছে যে, তারা হুন্ডি ও স্বর্ণ চোরাকারবারীর সাথে দীর্ঘদিন যাবত জড়িত।
.
আসামীদের নাম-ঠিকানাঃ- ১।  মোঃ মিঠু মন্ডল (২৭), পিতা- মোঃ সলেমান, গ্রাম-গাতিপাড়া, ডাকঘর ও থানা-বেনাপোল, জেলা-যশোর, ২। মোঃ শহিদুল ইসলাম (২৩), পিতা-মোঃ জাকির হোসেন, গ্রাম-ছোট আচড়া, ডাকঘর ও থানা- বেনাপোল, জেলা-যশোর, ৩। মোঃ সোহেল রানা  (হযরত) (৪০), পিতা-  মৃত- আবুল হোসেন, গ্রাম-ললিতাদাহ, ডাকঘর- বারিনগর বাজার, থানা ও জেলা- যশোর, ৪।  রাকিবুল হাসান সাগর (২০), পিতা- মোঃ তোরাব আলী, গ্রাম- নওদাগ্রাম, ডাকঘর ফুজারহাট, থানা ও জেলা- যশোর।
যশোর অধিনায়ক সেলিম রেজা আরও বলেন, অত্র ব্যাটালিয়নের পক্ষ হতে মাদক, চোরাচালান, হুন্ডি ও স্বর্ণ পাচারের বিরুদ্ধে সীমান্তে সার্বক্ষনিক কঠোর নজরদারী রাখাসহ প্রয়োজন অনুযায়ী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। আটককৃত হুন্ডিসহ আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। উল্লেখ্য, গত ২০২০ সালে অত্র ব্যাটালিয়ন কর্তৃক ১১৯,৮৮,০৮,২৬৪/- (একশত উনিশ কোটি আটাশি লক্ষ আট হাজার দুইশত চৌষট্টি) টাকা মূলের বিভিন্ন প্রকার চোরাচালানী মালামাল আটক করা হয়। তন্মধ্যে ৬,৮৭,৮১,৯৩১/- (ছয় কোটি সাতাশি লক্ষ একাশি হাজার নয়শত একত্রিশ) টাকা মূল্যের ইউএস ডলার/হুন্ডি আটক করা হয়।
ecom smart hall

দেশ-বিদেশের সকল খবর সবার আগে পেতে কলম কথা এর ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।