রাজশাহীর বাঘায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আসিক (২১) নামে এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে ।
শুক্রবার ( ৩০শে জুলাই) বিকেলে পৌর এলাকার বানিয়া পাড়া গ্রামে এক আম বাগানে এ ঘটনা ঘটে। ঘটনার পরপর স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে দ্রুত তাকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। সেখানে অবস্থার অবনতি দেখা দিলে আসিককে রামেক হাসপাতালে পাঠানো হয়।
এলাকা সূত্রে জানা যায়, বাঘা পৌর এলাকার বানিয়াপাড়া গ্রামের আদম আলীর ছেলে আসিক (২১) ও একই এলাকার সাইফুলের ছেলে রুবেল (২০) এর মধ্যে পিয়ারা খাওয়াকে কেন্দ্র করে সকাল ১০টার দিকে কিল-ঘুষি মারার ঘটনা ঘটে। ওই সময় বিষয়টি স্থানীয় ভাবে মিমাংশা করে দেন এলাকার প্রধানগণ। ওইদিন বিকেলে ওই এলাকার খায়রুলের আম বাগানে গিয়ে মাচায় বসে ছিল আসিক।
এ সময় রুবেল তাকে দেখতে পায় এবং বাড়ী থেকে হাঁসুয়া নিয়ে সেখানে গিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাঘা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে কর্তবরত চিকিৎসক কান্তা খাতুন তাকে উন্নত চিকিৎসার জন্য রামে হাসপাতালে প্রেরণ করেন। বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।