গ্রামের লোকজনের জমি নিয়ে বিরোধ মিটাতে গিয়ে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে হারুন অর রশিদ নামে এক ইউপি সদস্যের মাথা ইট দিয়ে ফাটিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।

 

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার সময় উপজেলার বড়পরাশবাড়ী ইউনিয়নের দক্ষিণ দুয়ারী গ্রামে এ ঘটনা ঘটে। আহত হারুন অর রশিদ (৩৫) ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি বর্তমানে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

 

মঙ্গলবার রাতে হাসপাতালে গিয়ে ইউপি সদস্য হারুন অর রশিদ ও তাঁর পবিরার অভিযোগ করে বলেন, বিকালে ওই এলাকার মহসিন ও দবিরুল ইসলামের লোকজন জমি নিয়ে ঝগড়া করছিল। এ সময় ইউপি সদস্য হারুন অর রশিদ তাদের ঝগড়া বন্ধ করে নিজ নিজ বাড়ীতে ফিরে যেতে বললে দবিরুল ইসলাম ইট দিয়ে মাথায় আঘাত করে। এতে মাথায় ফেটে যায় ইউপি সদস্যের।

 

ইউপি সদস্যকে মারপিটের ঘটনা বিক্ষুব্ধ জনগণ দবিরুল ইসলামের পরিবারকে তার বাড়ীতে অবরুদ্ধ করে রাখে। পরে হেল্পলাইন ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

 

এ বিষয়ে দবিরুল ইসলাম বুধবার বিকালে মুঠোফোনে জানান, ইউপি সদস্যের মাথায় আমি আঘাত করিনি। আমার ভাতিজা সাহেরুল ইট দিয়ে মহসিনকে মারতে গেলে সেই ইট ইউপি সদস্যের মাথায় আঘাত লাগে। মহসিন ও তার লোকজন আমাদের মারধর করে মোটরসাইকেল ভেঙ্গে দেয় এবং অবরুদ্ধ করে রাখলে পুলিশ গিয়ে আমাদের উদ্ধার করে।

 

বড়পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, ইউপি সদস্যের চিকিৎসা চলছে। তাঁর মাথায় ৬টি সেলাই প্রদান করা হয়েছে। জঘন্য এ ঘটনা যারা ঘটিয়েছে তাদের সকলের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধানের সাথে একাধিকবার চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।