তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার কামারগ্রাম চরপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী রিপন শেখ (৪৫) গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে আড়াইশো গ্রাম গাঁজাসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারের ঘটনায় এসআই মামুন ইসলাম বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছেন। মামলা নম্বর ২৫। আসামিকে বুধবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
এসআই মামুন ইসলাম জানান, রিপন শেখের নামে পূর্বে ২০টি মাদক মামলা রয়েছে। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থাকা আড়াইশো গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির ২ হাজার টাকা উদ্ধার করা হয়।
থানা অফিসার ইনচার্জ মো. সহিদুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে পেশাদার মাদক ব্যবসায়ী রিপন শেখকে আড়াইশো গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির ২ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়েছে। তার নামে মাদক মামলা হয়েছে। আসামিকে বুধবার আদালতে প্রেরণ করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।