মোঃ ছামিউল ইসলাম, জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের মেলান্দহে জমি বিরোদের জেরে ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ঘাতক বড় ভাই এনামুল (৩৮)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
২০ আগষ্ট (শুক্রবার) দুপুরে মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের বন্দরৌহা গ্রামে এ নৃশংস হত্যা কান্ডের ঘটনা ঘটে।
ছোট ভাই নিহত জাকারিয়া বন্দরৌহা গ্রামের আব্দুল মান্নান ওরফে তোতা মন্ডলের ছেলে। কিছু দিন আগে বড় ভাই এনামুল হক তার পিতা আব্দুল মান্নান তোতা মন্ডলের কাছ থেকে কৌশলে সম্পূর্ন জমি নিজের নামে লিখে নিলে বিরোধের সূত্রপাত হয়। এ নিয়ে দুই ভায়ের মধ্যে দ্বন্দ চলার একপর্যায়ে শুক্রবার দুপুরে তাদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে বড় ভাই এনামুল ধারালো অস্ত্র দিয়ে জাকারিয়াকে এলোপাথাড়িভাবে কুপিয়ে ক্ষত করলে ঘটনাস্থলেই ছোট ভাই জাকারিয়া মারা যায়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ এনামুলকে গুরুতর আহত অবস্থায় বড় ভাই এনামুলকে আটক শেষে জামালপুর হাসপাতালে ভর্তি করেছে।
অফিসার ইনচার্জ এম.এম. ময়নুল ইসলাম জানান-বড় ভাইকে আহত অবস্থায় উদ্ধার শেষে জামালপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো মামলা হয়নি। লাশ পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।