ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় পপি আক্তার (৩০) নামে দুই সন্তানের এক জননীর লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে উপজেলার বিরুনীয়া গ্রামে।
নিহত পপি আক্তার ওই গ্রামের ইনসান মিয়ার স্ত্রী। পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে বুধবার দুপুরে পপি আক্তার বাড়ীতে বিষপান করে।
পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ বাড়ী থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ সময় মৃতের স্বামীকে জিজ্ঞাসাবাদের আটক করে পুলিশ। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, ‘মৃতের ভাই বাদী হয়ে আত্মাহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। নিহতের স্বামী ইনসান মিয়াকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।