আবুল হাশেম : আত্রাই উপজেলার বিশাল ইউনিয়নের ডুবাই গ্ৰামে ডিএসবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করার সময় দু’জনকে আটক করেছে আত্রাই থানা পুলিশ। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার ডুবাই নামক এক গ্ৰামের মুদিখানার দোকানে গিয়ে ডিএসবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করার সময় নওগাঁ জেলার মহাদেবপুর থানার ঈশ্বর লক্ষীপুর গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে মোঃ মোনায়েম হোসেন (৩৪) এবং একই জেলার নওগাঁ সদর থানার পাহাড়পুর (পূর্ব পাড়া) গ্রামের মোঃ আসলাম মণ্ডলের ছেলে মোঃ রতন আলী (৩০) নামে দুই যুবককে আটক করে আত্রাই পুলিশ।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ বলেন, সোমবার বিকেলে উপজেলার বিশা ইউনিয়নের ডুবাই গ্রামের মোঃ আবুল কালাম আজাদের দোকান গিয়ে লকডাউনে খোলা রাখার কারণে ডিএসবি পুলিশ পরিচয় দিয়ে তার কাছ থেকে ৫০০০হাজার টাকা চাঁদা দাবি করেন এই দুই ভুয়া পুলিশ পরিচয়ধারী ব্যক্তি। এ বিষয়টি স্থানীয়দের কাছে সন্দেহজনক হলে আত্রাই থানা পুলিশে খবর দিলে সেখানে গিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিদের কাছে থেকে ০১ টি হাংক মোটর সাইকেল, ০৪টি এন্ডোয়েট মোবাইল, ০৩ টি বাটন মোবাইল, ০১টি চাকু,০১টি পুলিশ স্টিক,০১টি পুলিশ লেখা মানিব্যাগ, ০১টি পুলিশ লেখা চাবির রিং, পুলিশ লেখা আইডি কার্ড এবং ১৫০০ টাকা উদ্ধার করা হয়। আত্রাই থানা কর্মকর্তা আরো বলেন, ভুয়া দুই পুলিশের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এবং ধৃত দুই প্রতারকদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।