

জয়পুরহাটে এক রোগীর শরীরে মাদক আছে বলে পুলিশ পরিচয় দিয়ে টাকা আদায়কালে উত্তম কুমার ঘোষ নামে পুলিশের এক ভুয়া এসআইকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে তাকে আটক করা হয়। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক উত্তম কুমার ঘোষ জয়পুরহাট পৌর শহরের বঙ্গবন্ধুপাড়া মহল্লার মৃত ধীরেন্দ্র নাথ ঘোষের ছেলে।
ওসি আলমগীর জাহান জানান, উত্তম কুমার ঘোষ দীর্ঘ দিন থেকে জেলার বিভিন্ন এলাকায় পুলিশের এসআই পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করে আসছিলেন। রোগী শরীফুল ইসলামসহ তার স্বজনরা ঢাকা থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে শহরের পাঁচুর মোড়ে উত্তম কুমার ঘোষ নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে রোগী শরীফুল ইসলামের শরীরে মাদক আছে বলে তার কাছ থেকে টাকা আদায় করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।