এসএম তাজাম্মুল,মণিরামপুর: যশোরের মণিরামপুর পৌরসভার মোহনপুর বটতলা থেকে ১৭মে ৬টার
ভ্যান চুরির সময়ে সুমন গাজী(২৩) নামে এক চোরকে পুলিশে দিয়েছে স্থানীয় জনগণ।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, মেইনরোডের পাশে রাখা একটা ভ্যান চুরির চেষ্টা করছিল অভয়নগর উপজেলার মহাকাল গ্রামের আলাউদ্দিন গাজীর ছেলে সুমন গাজী।
এসময়ে স্থানীয় কয়েকজন ঘটনাটি চুরি বুঝতে পেরে তাকে হাতেনাতে ধরে ফেলে এবং উৎসুক পথচারী ও স্থানীয়রা সুমনকে মারধর করে।
পরবর্তী গণমাধ্যমকর্মীরা পুলিশকে জানালে মণিরামপুর থানা পুলিশ চোর সুমনকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এব্যাপারে মণিরামপুর থানা পুলিশের এসআই দেবব্রত চিন্তাপাত্র ঘটনার সত্যতা স্বীকার বলেন, আমি এই আসামী সুমন গাজীকে চিনি, সে এর আগেও একাধিকবার চুরির ঘটনায় আটক হয়েছে। কিন্তু জামিন নেওয়ার পরে আবারও সে একইভাবে চুরি করে। ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।