মাবিয়া রহমান,মণিরামপুর(যশোর)প্রতিনিধিঃ যশোরের মণিরামপুরে চাকলা শমসের বাগ এলাকা থেকে ২১০ গ্রাম গাঁজাসহ আখেরুল ইসলাম (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মনিরামপুর থানা পুলিশ। শুক্রবার (১৮ই জুন) আনুমানিক সন্ধ্যায় ৬:৩০ ঘটিকায় এএসআই সোহেল রানা পারভেজের সঙ্গীয় টিম তাকে আটক করে। আটককৃত আখেরুল ইসলাম মনিরামপুর থানার চাকলা গ্রামের আহম্মাদ আলী সরদারের ছেলে।
থানা সুত্রে জানা যায়,গোপন সাংবাদের ভিত্তিতে এএস আই সোহেল রানা পারভেজের সঙ্গীয় একটি দল উপজেলার চাকলা শমসের বাগ এলাকা থেকে উক্ত মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় ২১০ গ্রাম গাঁজা ও একটি হিরো হোন্ডা স্প্লেন্ডার মটরসাইকেল জব্দ করা হয়।পরে জব্দকৃত মোটরসাইকেল ও আটককৃত আসামীকে মনিরামপুর থানায় হস্তান্তর করে। পরবর্তীতে এএসআই পারভেজ নিজে বাদী হয়ে থানায় একটি মাদক মামলা দায়ের করেন। যার মামলা নং(১৪)।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।