ঝিনাইদহের মহেশপুর উপজেলায় রাজহাঁস ক্ষেত নষ্ট করা নিয়ে দ্বন্দ্বে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশীরা।
গুরুতর অব্স্থায় ঢাকায় নেয়ার শনিবার ভোরে ওই যুবকের মৃত্যু হয়।
এর আগে শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাড়ি মহেশপুর উপজেলার নস্তি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মফিজ মোল্লা (৪৫) তিনি একই এলাকার বাসিন্দা।
নাটিমা ইউনিয়ন পরিষদের সদস্য বশির উদ্দিন জানান, শুক্রবার রাজহাঁস ক্ষেত নষ্ট করা নিয়ে মফিজের স্ত্রীর সঙ্গে প্রতিবেশী কামালের স্ত্রীর বাগবিতণ্ডা হয়।
মফিজ বিষয়টির সমাধান করতে গেলে কামাল ও তার পরিবারের লোকজন তাকে পিটায়। এসময় মফিজের ভাই লাবুও সেখানে যান এবং মারপিটে তিনিও আহত হন। স্বজনরা তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সেখানে মফিজের অবস্থার অবনতি হলে যশোরে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে শনিবার ভোর মফিজের মৃত্যু হয়।
ঝিনাইদহের কোটচাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহাইমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেবে পুলিশ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।