তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার উত্তর শিবপুর গ্রামে মাছের সাথে শক্রতা করে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেরার অভিযোগ পাওয়া গেছে। মাছ মারার ঘটনায় পুকুর মালিক বুধবার (৬ মার্চ) থানায় জিডি করার প্রস্তুতি নিয়েছে।
বুধবার সরেজমিন গিয়ে জানা যায়, উত্তর শিবপুর গ্রামের মো. হাশেম শেখের শিবপুর মাঠে দুই এককর জমির উপর একটি পুকুরে বিভিন্ন প্রজাতির ছোট বড় সকল মাছ বিষের কারনে মরে পচে পানির উপরে ভাসছে।
মো. হাশেম শেখ জানান, সোমবার রাতে কে বা কারা রাতের আধারে পুকুরে বিষ দেয়। মঙ্গলবার সকালে আমার প্রতিবেশি পুকুরে মরা মাছ দেখে খবর দিলে পুকুরে গিয়ে দেখি পুকুরে থাকা ছোট বড় সকল মাছ মরে ভেসে উঠেছে। প্রায় ৫ লক্ষ টাকার মাছ মারা গেছে।
মাছ মারার ঘটনায় থানায় জিডির প্রস্তুতি চলছে। তিনি আরো বলেন, গত বছর এই সময় এই পুকুরে বিষ দিয়ে ৭ থেকে ৮ লক্ষ টাকার মাছ মেরে ফেলেছিল।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, পুকুরে বিষ দিয়ে মাছ মারার কোন ঘটনা আমাদের জানানো হয়নি। খোজ খবর নিয়ে দেখছি।
থানা অফিসার ইনচার্জ মো. সহিদুল ইসলাম বলেন, পুকুরে বিষ দিয়ে মাছ মারার কোন ঘটনা এখন পর্যন্ত কেউ জানায়নি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দেশ-বিদেশের সকল খবর সবার আগে পেতে কলম কথা এর ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।