যশোর জেল প্রতিনিধি: যশোরে মাদক কারবারিদের হামলায় দু’ভাই জখম হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারা হলো, সদর উপজেলার ইনায়েতপুর গ্রামের আব্দুল গণির ছেলে আলমগীর হোসেন (৪০) ও মাহবুবুর রহমান (৩০)।
আহত আলমগীর জানান, একই গ্রামের আব্দুল সালেকের ছেলে ১৩ মামলার আসামী মহিদুল গ্রামে ইয়াবার ব্যবসা করে। প্রায়দিন সন্ধ্যায় তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে মাদক বিকিকিনি করে মহিদুল সিন্ডিকেট।
মঙ্গলবার রাতে মহিদুল তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে ইয়াবা বিক্রি করছিলেন। এ সময় তিনি বাধাদিলে দু’জনের মধ্যে বিরোধ হয়।আজ বুধবার সকালে মহিদুলসহ সাত-আট জন তাদের বাড়িতে হামলাকরে তাকে ছুরকিাঘাতে জখম করে। পরে তার ভাই মাহবুবুর বাধাদিতে এলে হামলাকারীরা তাকেউ ছুরিকাঘাতে জখম করে। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
জরুরি বিভাগের ডাক্তার আহমেদ তারেক শামস্ জানান, দু’ভাইয়ের বুকে ও পেটে একাধিক ছুরিকাঘাত করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।