ময়মনসিংহে ১৭ জুন আনুমানিক ১১ টায় ময়মনসিংহের চর দক্ষিণ কালীবাড়ি এলাকায় কোন অনুমতি না নিয়ে ছাত্রদলের গোপন সমাবেশে পুলিশী বাধাঁকে কেন্দ্র করে পুলিশ এবং নেতাকর্মীদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।

এসময় কোতোয়ালী মডেল থানার ওসি তদন্ত ফারুক হোসেন ও ওসি অপারেশন ওয়াজে আলী কয়েকজন পুলিশ সদস্যসহ উভয় পক্ষের ১০/১২ জন আহত হয়। আত্নরক্ষার্থে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিআর সেল ও রাবার বুলেট ছুড়ে।

ছাত্রদলের দক্ষিনের সভাপতি মাহবুবুর রহমান রানা জানান,পুলিশের হামলায় তাদেরও কিছু সদস্য আহত হয়েছে।

বিভিন্ন সূত্র জানানিয়েছে, বেশ কিছুদিন ধরে ছাত্রদলের নেতাকর্মীরা ময়মনসিংহ শহরে এধরনের গোপন বৈঠক করার চেষ্টায় ব্যর্থ হয়ে, পূর্ব অনুমতি ছাড়াই চর দক্ষিণ কালীবাড়ি একটি মাদরাসার মাঠে গনজমায়েত হয়ে গোপন বৈঠক শুরু করেছিল।

কোতোয়ালী মডেল থানা পুলিশ দ্রুত ঘঁটনাস্থলে উপস্থিত হয়ে জমায়েত করতে বাধাঁ দেয়ায় উভয় পক্ষের মাঝে সংঘর্ষ বাধেঁ। এসময় জমায়েতকারীরা পুলিশের উপর হামলা করে ইট ছুড়ঁতে থাকে।

এসময় কোতোয়ালী মডেল থানার ওসি তদন্ত ফারুক হোসেন ও ওসি অপারেশন ওয়াজে আলী কয়েকজন পুলিশ সদস্যসহ উভয় পক্ষের ১০/১২ জন আহত হয়। ঘটনা নিয়ন্ত্রনে আনতে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যোগ দেন।

আহতদের মধ্যে ওসি তদন্ত ফারুক হোসেন ও ওসি অপারেশন ওয়াজে আলী দু’জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। পুলিশ এসময় ৮ জনকে আটক করে থানায় নিয়ে আসে।