পাংশায় নিখোঁজের দুই দিন পর ভুট্টা ক্ষেত থেকে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার হাবাসপুর ইউনিয়নের পদ্মার চরের একটি ভুট্টাক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আকাশ মোল্লা (১২) একই উপজেলার যশাই ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের নাসির মোল্লার ছেলে। সে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের মামা রফিক শেখ বলেন, ‘আকাশ মোল্লা তার বাবা-মাসহ বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রামে নানা বাড়িতে থাকেন। সে সেনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

গত শনিবার বিকালে বাবার ভ্যান নিয়ে বাইরে বের হয়ে খোঁজ হয় আকাশ। সোমবার সকালে লোকমুখে জানতে পারি, পদ্মা নদীর চরে এক শিশুর মরদেহ পাওয়া গেছে। এখানে এসে ভাগ্নের লাশ শনাক্ত করি।

রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে। বিস্তারিত পরে জানানো হবে।