বিধান মন্ডল,ফরিদপুর প্রতিনিধিঃ র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প কর্তৃক ফরিদপুর এবং রাজবাড়ী জেলার বিভিন্ন ডায়াগনষ্টিক সেন্টার এবং ফার্মেসীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ০৪ ব্যক্তি/প্রতিষ্ঠানকে জরিমানা ।
বর্তমানে আমাদের দেশের সহজ-সরল জনসাধারন চিকিৎসা সেবা পেতে প্রায়ই বিড়ম্বনার স্বীকার হতে হচ্ছে। উক্ত বিড়ম্বনার কবল থেকে জন সাধারনের নিরাপদ রাখার জন্য সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় অত্র ক্যাম্পের কয়েকটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০৯/০৯/২০২১ তারিখ রাজবাড়ী জেলার সদর থানার সাদিয়া ডায়াগনষ্টিক সেন্টার এবং নুর ডায়াগনষ্টিক সেন্টার নামক ০২টি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উক্ত ডায়াগনষ্টিক সেন্টার এর ভিতরের পরিবেশ অপরিস্কার এবং অবৈধভাবে (কাগজপত্র ব্যতীত) তৈরী করার অপরাধে ৫০,০০০/- টাকা জরিমানা করেন। পরবর্তীতে রাজবাড়ী জেলার সদর থানার রাফী ফার্মেসীকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভেজাল ঔষধ বিক্রয়সহ মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অপরাধে ১০,০০০/- টাকা এবং রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন যৌন পল্লীস্থ আলম স্টোর নামক ঔষধের ফার্মেসীকে অনুমতি ব্যতীত যৌন উত্তেজক ঔষধ বিক্রয়ের অপরাধে ৩০,০০০/- টাকা জরিমানা করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।