সাভারের আমিন বাজারে ছয় ছাত্রকে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যার মামলায় ১৩ আসামিকে মৃত্যুদণ্ড এবং ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া, অপরাধ প্রমাণিত না হওয়ায় ২৫ জনকে খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসমত জাহান এ রায় ঘোষণা করেন।
রায়ে কি হয় তা শুনতে সকাল সকাল আদালতে হাজির হন ভুক্তভোগী এবং আসামির পরিবারের সদস্যরা। রায় শুনে অনেকে কেঁদে ফেলেন। তবে আসামিদের আত্মীয়-স্বজনদের আহাজারি ছিল চোখে পড়ার মত। রায় ঘোষণা শেষে যখন আদালতের এজলাস থেকে আসামিদের বের করা হয় তখন তাদের সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।
কারো ছেলের সাজা হয়েছে। আবার কারো বা স্বামীর। কারো হয়েছে নিকট আত্মীয়ের। তারা বিভিন্নজন বিভিন্ন রকম কথা বলেন।
তাদেরই একজন তাসকিন আহমেদ বলেন, ‘যাদের সাজা হয়েছে তাদের মধ্যে ২০ জনই আমাদের আত্মীয়-স্বজন। আমাদের তো সব শেষ হয়ে গেলো। বাড়ি গিয়ে কি বলবো?’
রাকিব নামে আরেকজন বলেন, ‘আমার দুই মামার সাজা হয়েছে। কিন্তু তারা তো ঘটনার সঙ্গে জড়িত না। ঘটনার দিন তারা এলাকায় ছিলো না। আমিসহ মাজার রোডে ছিলাম। তারা ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত না। তারপরও তাদের সাজা হলো।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।