স্টাফ রিপোর্টার স্টাফ: রূপসায় ইউপি সদস্যসের সন্ত্রাসী বাহিনী দ্বারা মারপিট করে আহত করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর পুত্র সোহাগ হাওলাদার জানান, ১নং আইচগাতী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এর বর্তমান মেম্বার আকলিমা খাতুন তুলির সন্ত্রাসীর হামলায় গত ২৮ জুলাই বিকাল ৪ টায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিংহের চর গ্রামের ডক—ইয়ার্ড ব্যবসায়ী মোঃ শাহাজাহান হাওলাদারসহ তার পরিবারের সদস্যদের উপর হামলা চালিয়ে আহত করেছে।
এ সময় তার ব্যবসা প্রতিষ্ঠান ও একটি মটর সাইকেল ভাংচুর করে। ইউপি সদস্য তুলির বাহিনীর এ হামলায় আহত হন সিংহেরচর গ্রামের মোঃ শাহাজাহান হাওলাদার (৬০), তার পুত্র মোঃ সোহাগ হাওলাদার (৩৪) ও মোঃ হাসান হাওলাদার (৩২), শাহজান হাওলাদের ভাই মোঃ জাকির হাওলাদার (৫৫) ও তার পুত্র মোঃ রুবেল হাওলাদার (৩১), শাহজান হাওলাদের ছোট ভাই মোঃ জাহাঙ্গীর হাওলাদার (৪৮) সহ পরিবারের অন্যান্য সদস্যদেরকে মারপিট করে গুরুতর আহত করেছে। আহত ব্যক্তিদেরকে জরুরী ভিত্তিতে খুলনা মেডিকেল কলেজ হাসপালে ভর্তি জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে সকলেই চিকিৎসাধীণ রয়েছে। সোহাগ আরো জানা যায়, আকলিমা খাতুন তুলি মেম্বার হওয়ায় সব সময় ক্ষমতার দাপট দেখিয়ে মানুষের প্রতি অন্যনায় ও অবিচার করে থাকেন। নিজেকে এমপি’র ভাইজি পরিচয় দিয়ে দাপট দেখান। তার ছেলের লিমন সরদারের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।
এ আকলিম খাতুন তুলিকে আইচগাতী ইউনিয়নের সিংহেরচর এলাকার সাধারন মানুষের ভাগ্য উন্নয়নের জন্য এলাকার সকল সাধারন মানুষ তাকে ভালোবেসে ভোট দিয়ে নির্বাচিত করে জনসেবার করার দায়িত্ব দিয়ে ছিলো।
আজ সে্ই তুলির হাতে সাধারণ মানুষ আজ জিম্মি। এই তুলির স্বামী নুরুজ্জামান সরদার কিছুদিনি আগে সিংহেরচর ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আলমগীরকে মারধর করলে এ ঘটনায় তার নামে একটি মামলা হয়েছে।এছাড়াও এর বিরুদ্ধে একাধিক মামলা রয়ছে। তুলি মেম্বার হলেও সমস্ত কাজ করে স্বামী নুরুজ্জামান।এই নুরুজ্জামান সরকারি চাকরী করেও এলাকায় প্রভাব ঘাটিয়ে চলে।
সে ফরেস্ট অফিসের স্পীডবোট ড্রাইভার পদে চাকুরী করেও এই এলাকায় দির্ঘদিন অবস্থান করেছে। তার বিরুদ্ধে ডিউটি না করার অভিযোগ রয়েছে। তার কোনো বদলি হয় না। তার বিরুদ্ধে সার্টিফিকেট জালিয়াতি করার অভিযোগ রয়ছে। মিথ্যা অভিযোগ দিয়ে মোঃ শাহাজাহান হাওলাদারের ছোট ছেলে মোঃ জুয়েল হাওলাদার কে পুলিশে দেওয়া হলে।
পরবতর্তীতে ঘটনার সাথে জুয়েলের কোন সম্পৃক্ততা না পেয়ে রূপসা থানা পুলিশ তাকে অনৈতক কাজ এড়িয়ে চলার জন্য বলে মুক্তি দেন। এ রিপোর্ট করা পর্যন্ত কোনো মামলা হয়নি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।