গত ৭ ই আগস্ট শনিবার খুলনা জেলার রূপসা উপজেলার ৫ নং ঘাটভোগ ইউনিয়নের আওতাধীন শিয়ালী গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ীতে সন্ত্রাসী হামলা , লুটপাট ও ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটেছে। জানা যায় , ৭ই আগস্ট শনিবার বিকাল আনুমানিক ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উগ্রপন্থী ও সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংখ্যালঘু দের বাড়ীতে তীব্র সন্ত্রাসী হামলার মাধ্যমে লুটপাট ও ভাংচুর করে ।
সন্ত্রাসী হামলা লুটপাট ও ব্যাপক ভাবে ভাংচুর করার সময় নগত ১০ লক্ষের অধিক টাকা , ৪টি বড় মন্দির , ২০টি ছোট মন্দির ভাংচুর ও মন্দিরে থাকা দেব দেবীর মূর্তি ভাংচুর সহ শিয়ালী মহাশশ্মানে ও উগ্রবাদী সন্ত্রাসীরা অবৈধ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে হামলার মাধ্যমে লুটপাট ও ভাংচুর করে । সন্ত্রাসী হামলা লুটপাট ও ব্যাপক ভাবে বাড়ী , মন্দির সহ মন্দিরের দেব দেবীর মূর্তি ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা শোক ও সমবেদনা প্রকাশ করেন খুলনা জেলার আওতাধীন তেরখাদা উপজেলার ১নং আজগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ১নং আজগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায় ।
এই ন্যাক্কার জঘন্য তম ঘটনার সঠিক ভাবে তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করার জন্য ঘাটভোগ ইউনিয়ন বাসী জোর দাবী জানিয়েছেন । এ ঘটনায় শিয়ালী বাজার ও শিয়ালী গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের মাঝে থমথমে অবস্থা বিরাজ করছে । এ ব্যাপারে শিয়ালী গ্রামবাসী মামলা দায়ের করার প্রস্তুতি গ্রহণ করেন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।