- লোহাগড়ায় এম্বুলেন্স সিন্ডিকেট, পক্ষ-বিপক্ষ নিয়ে সংঘর্ষ আহত ২
- স্টাফ রিপোর্টার মনির খান লোহাগড়া নড়াইল।
গোপীনাথপুর গ্রামের একজন সেনা সদস্যের প্রতিবন্ধী তিনটি সন্তান লোহাগড়ার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঔষুধের দোকান ও এম্বুলেন্স ব্যবসায়ী তারা সন্ত্রাসীদের হামলার শিকার হন। সোহেল রানা ও তাঁর ড্রাইভার নিতাই সাহা কে বেদম মারপিট করে লক্ষীপাশা রুবেলের গ্যারেজে ফেলে রাখে।
এবং আহতদের স্বজনরা খবর পেয়ে তাদের লোহাগড়ার স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর ৭টা ৮টা করে সেলাই লাগে বলে জানা যায়। যাহারা এদেরকে মারপিট করেছে যাহারা হলো ১/হযরত আলী ২/তামিম ৩/খালিদ ৪/সৌরভ সহ ৭থেকে ৮ জন দুর্বৃত্তরা।
গ্যারেজে কাজ করার জন্য সোহেল রানার পকেট ২০০০০ টাকা ছিল, তাহা ছিনিয়ে নিয়ে যায় বলে যানান। এবং মামলার প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগী সোহেল জানান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।