মনির খান স্টাফ রিপোর্টার:নড়াইলের লোহাগড়া উপজেলার মিঠাপুর বাজারে এক মুদি দোকানদার আর এক মুদি দোকানদারের অনুপস্থিতিতে বিভিন্ন প্রকার দ্রব্য সামগ্রী চুরি হওয়া ঘটনা ঘটেছে। গতকাল ২৪ মার্চ ২০২২ তারিখ বৃহস্পতিবার সন্ধ্যায় উক্ত চুরি হওয়ার ঘটনাটি ঘটে । মিঠাপুর বাজারে অবস্থিত সৈয়দ স্টোর, ওই স্টোরের মালিক সৈয়দ জাহিন আলী বলেন আমি সন্ধ্যার সময় নামাজের জন্য মসজিদে যাই। মসজিদে যাওয়ার পূর্বে আমার দোকানের তাকের উপর মোবাইলে ভিডিও চালু করে রেখে যায়। মসজিদ থেকে স্টোরে এসে মোবাইলের ভিডিও চালু করে দেখি আমার স্টোরের সামনের আরেকটি স্টোরের মালিক জিল্লুর রহমান বিশ্বাস আমার অনুপস্থিতি অবজারভেশন করে পানি ও খাবার স্প্রিট চুরি করে নিয়ে যাওয়ার ভিডিওটি দেখতে পাই। এর পূর্বে আমার অনুপস্থিতির সময় অনেক বার ই অনেক কিছু হারিয়ে যায়।
অন্যান্য দোকানদাররা চুরি হওয়ার ঘটনাটি দেখতে পাই, এবং আমাকে জানায়, আর তারই পরিপ্রেক্ষিতে আমি মোবাইলে ভিডিও চালু করে রেখে যায়। এবং চোর কে সনাক্ত করতে সক্ষম হয়। বিষয়টি নলদী ইউনিয়নের চেয়ারম্যান ও বাজার কমিটির সেক্রেটারি কে লিখিতভাবে অবগত করি। দুইদিন পার হলেও এ পর্যন্ত চোরের কোন বিচার আমি পাইনি। সৈয়দ স্টোরের মালিক জাহিন আলী আরো বলেন আমার স্টোরের মালামাল এ পর্যন্ত যা চুরি হয়েছে তা হল, ভোজ্য তেল ৫ লিটার ২ টি। ২ লিটার অনেকগুলো, রিন পাউডার ৫ কেজি , ফাস্ট ওয়াশ ৩০/৩৫ প্যাকেট, চিনি উঠানো বেলচা ১ টি , কলা, পাউরুটি, কয়েল, সাবান, ডিম, জুস, সাবান, প্রায় দিন চুরি হয়েছে। এমনভাবে প্রায় চার- মাস যাবৎ চুরি হচ্ছে কিন্তু চোরকে ধরতে পারছি না। আজ স্টোরের তাকের উপর মোবাইলে ভিডিও চালু করে রেখে চোরকে ধরতে পেরেছি। আমি বিচার না পেয়ে সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের কাছে বিষয়টি তুলে ধরে ক্ষতিপূরণ সহ ন্যায় বিচারের দাবি জানাচ্ছি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।