মনির খান স্টাফ রিপোর্টার:নড়াইলের লোহাগড়া ইউনিয়নে ১৯/১২/২০২১ রাতে সন্ত্রাসী কতৃক সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শিকদার নজরুল ইসলামের নির্বাচনী অফিস সহ প্রায় ২০টি মটরসাইকেল ও শতাধিক চেয়ার ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় চেয়ারম্যান প্রার্থী নজরুল সহ ২৫জন নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে। ২০/১২/২০২১ তারিখ বিকাল ৩ টার সময় কালনা বাজারে তীব্র নিন্দা জানিয়ে মানব বন্ধন ও সংবাদ সম্মেলন করেন।
এ সংবাদ শুনে লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আনারস মার্কার প্রার্থী শিকদার নজরুল ইসলাম তার কর্মীদের নিয়ে মিটিং করার সময় কিছু সংখ্যক সন্ত্রাসী তাদের উপর হামলা করে এ ধ্বংসলীলা চালায়।
এবং দোষীদের গ্রেফতার সহ শাস্তির দাবিতে ইউনিয়নের কালনা বাজারে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় চেয়ারম্যান প্রার্থী শিকদার নজরুল ইসলাম, বাবুল মুন্সী, হায়দার সহ সহস্রাধিক নেতা কর্মী তীব্র নিন্দা জানায় এবং ২৬ ডিসেম্বর সুস্থ্য ও নিরপেক্ষ নির্বাচন দাবী করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।