মনির খান,লোহাগড়া নড়াইল: ০৩ সেপ্টেম্বর ২০২১ দেশে করোনাভাইরাসে সংকট ময় অবস্থায় মানুষের জীবন বাঁচানোর একমাত্র অবলম্বন অক্সিজেন, সেই অক্সিজেন নড়াইলের লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৬টি অক্সিজেন সিলিন্ডার গত ৫ মাষ পূর্বে চুরি হয়ে যায়। ৫ মাষ পূর্বে অক্সিজেন সিলিন্ডার চুরি হওয়ার কথা নার্সগন স্বীকার করলেও এজাহার সূত্রে জানা যায় ডা: শরীফ সাহাবুর রহমান লোহাগড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তিনি মামলার এজাহারে উল্লেখ করেছেন গত ১১/০৮/২০২১ তারিখ থেকে ১২/০৮/২০২১ তারিখ সকাল পর্যন্ত কর্তব্যরত নার্স ডিউটি চলা কালীন সময়ে একটি রুগীর আর্তচিৎকারে তড়িঘড়ি করে ডিউটি রুম তালা না দিয়ে রোগীর সেবা দিতে রুগীর বেডে চলে যায়, রুগীর সেবা শেষে ডিউটি রুমে এসে দেখে অক্সিজেন সিলিন্ডার নাই। উল্লেখ্য বিষয় হল নার্সদের বক্তব্য অনুযায়ী ও চোরদের স্বীকারোক্তি মোতাবেক ৫ মাষ পূর্বে অক্সিজেন সিলিন্ডার চুরি হওয়ার ঘটনা ঘটে, চোরদের কাছ থেকে ২ টি অক্সিজেন সিলিন্ডার উদ্ধার হওয়া সত্বেও এজাহারে চোরদের নাম উল্লেখ করেন নাই এবং ৫ মাষ পূর্বে ঘটনা টি ঘটলে ও গত মাষের ১২/ ০৮/২০২১ তারিখ ০০,৩০ ঘটিকায় মামলার এজাহারে উল্লেখ করেছেন। প্রকৃত ভাবে ঘটনার তারিখ ও সময় এজাহারে সঠিক ভাবে উল্লেখ করেননি। ৫ মাষ পূর্বের ঘটনা গত মাসের ১২ তারিখ নাটকীয় মনগড়া ভাবে দেখানো হয়েছে। লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার সোহানুর রহমান জানান লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে বরাদ্দকৃত অক্সিজেন সিলিন্ডার মোট ৪৩ টি ইনডোরে দেওয়া আছে ৬টি এবং ওটিতে দেয়া আছে ২ টি, আর স্টোরের অন্য অন্যন্য হিসাব ঠিক আছে। ইনডোর সিনিয়র নার্স পবিত্রা রানী বিশ্বাসের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন আমার ইনডোরে কোন সিকিউরিটি না থাকায় ৬টি অক্সিজেন সিলিন্ডারের মধ্যে চারটি চুরি হয়ে যায়। তার মধ্যে আমাদের টি এইচ স্যার ডা: শরীফ শাহাবুর রহমান ২টি সিলিন্ডার উদ্ধার করেছে, উক্ত চুরি হওয়া অক্সিজেন সিলিন্ডার কাদের কাছ থেকে উদ্ধার হলো সে বিষয়ে জানতে চাইলে তিনি নাম না বলে এড়িয়ে যায়। এবং মামলার এজাহারে চোরদের নাম উল্লেখ করেন নাই। উক্ত ঘটনাটি সঠিক ও সুন্দর ভাবে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয়রা জোর দাবি জানান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।