• লোহাগাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ৬,৮০০ পিস ইয়াবা, ও আধা কেজি গাঁজাসহ গ্রেফতার ৪ জন

    একেএম টি ইসলাম চট্টগ্রাম মহানগর প্রতিনিধি

লোহাগাড়া থানায় কর্মরত এসআইমাহফুজুর রহমান ২৪/১২/২০২০খ্রি: দুপুর ১১:১০ টায় সঙ্গীয় ফোর্সসহ থানাধীন সদর ইউনিয়ন এলাকায় উপজেলা গেইটের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে

অভিযান চালিয়ে ৪০০০ পিস ইয়াবা ও পরিবহনে ব্যবহৃত ০১টি প্রাইভেটকার সহ আসামী ১। মোঃ হাসান (৩০), পিতা- মোঃ হারুনুর রশিদ, মাতা- রহিমা বেগম, সাং-কৈতরা, থানা- চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা’কে গ্রেফতার করে। এসআই মাহফুজুর রহমান ২৪/১২/২০২০ ইংসন্ধ্যা ০৬:৫৫ টায় সঙ্গীয় ফোর্সসহ চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ২,৮০০ পিস ইয়াবাসহ আসামী ১। সাইফুল ইসলাম (৩৩), পিতা- মোঃ ইউনুছ, সাং-পুরান পল্লান পাড়া, , আসামী ২। শাহিনা আক্তার (২৩), মাতা- নয়ন খাতুন, স্বামী- সাইফুল ইসলাম, সাং-

কাইয়ুকখালী পাড়া, উভয় থানা- টেকনাফ, জেলা-কক্সবাজারদেরকে গ্রেফতার করে। এসআই রেজওয়ানুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ চুনতি ডেপুটি পাড়া এলাকায় অভিযান চালিয়ে আধা কেজি গাঁজাসহ আসামী মোহাম্মদ নোমান (৪০),পিতা-আব্দুল মাবুদ,মাতা-মেহেরুন্নেছা বেগম, গ্রাম- চুনতি, থানা-লোহাগাড়া, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করে। এ সংক্রান্তে লোহাগাড়া থানায় পৃথক মামলা রুজু পূর্বক গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করো হয়েছে।