নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ইতনা দক্ষিণ পাড়া গ্রামে অসামাজিক কাজে লিপ্ত থাকায় মো:সুমন সরদার নামে এক পুলিশ সদস্য ও একই গ্রামের এক সন্তানের জননী কে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ২ এপ্রিল ২০২১ তারিখ: রাত ১২টার ১৫ মিনিটের দিকে লোহাগড়া উপজেলার ইতনা দক্ষিণপাড়া গ্রামের মৃত মৌলভী সরদারের ছেলে পুলিশ সদস্য মো: সুমন সরদার,এবং ওই গ্রামের এক সন্তানের জননী ওই গৃহবধূকে অসামাজিক কাজে লিপ্ত থাকায় গ্রামের লোকজন থানা পুলিশ কে জানালে লোহাগড়া থানা পুলিশ সুমন সরদার,ও ওই গৃহবধূকে গ্রেফতার করেন। এলাকা সূত্রে জানা যায়,ওই পুলিশ সদস্য সুমন সরদার বাগেরহাট জেলায় ডি,এস,বিতে আছেন। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ আশিকুর রহমান জানান,আসামিদের ২৯০ ধারাই আদালতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।