মোঃআজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার নড়াইল: নড়াইলে বিয়ের ৮মাসের মাথায় লাশ হলেন তরুণী নন্দিতা সরকার (১৮)। নন্দিতার এই অকাল মৃত্যুকে পরিবারের সদস্য, স্বজন কিংবা প্রতিবেশী কেউই মেনে নিতে পারছেন না। নিহত নন্দিতা শ্বশুর বাড়ির লোকজনের নির্যাতনের কাছে হেরে গিয়ে সবাইকে কাঁদিয়ে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাবেন একথা ভাবতেই কেঁদে উঠছেন তার মা কবিতা সরকার,ও বাবা নিতাই সরকার, এবং ভাই উজ্জ্বল সরকারসহ স্বজনরা।

দু’ভাই ও তিনবোনের মধ্যে সকলের ছোট ও আদরের বোন ছিলেন নন্দিতা। স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের কাছে জীবন যুদ্ধে হেরে পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য এসএসসি পরীক্ষার্থী নন্দিতা পরপারে চলে যাবে এইকথা কেউ কখনো ভাবতে পারেনি বলে জানান পরিবার। মামলা সূত্রে জানা গেছে, নিহত নন্দিতা সরকার নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতি থানার পুটিমারি গ্রামের নিতাই সরকারের মেয়ে। মাত্র ৮/মাস আগে লোহাগড়া উপজেলার রামপুর পৌর এলাকার গোপাল রায়ের ছেলে লোহাগড়া বাজারের ইলেকট্রনিক্স পণ্য ব্যবসায়ী মিঠুন রায় (২৫)এর সঙ্গে নন্দিতার বিয়ে হয়। নিহত নন্দিতার ভাই ও মামলার বাদী উজ্জ্বল সরকার জানান, বিয়ের পর তার ছোট বোনের স্বামী মিঠুন সহ পরিবারের সদস্যরা যৌতুক দাবী করে ও বিভিন্ন সময় নন্দিতাকে মারধরসহ মানসিক নির্যাতন করতেন।

এছাড়া পারিবারিক কলহের জের ধরে নন্দিতাকে মারপিট করতো মিঠুন ও পরিবারের লোকজন। সেই নির্যাতন সইতে না পেরে নন্দিতা স্বামীর বাড়ি থেকে কয়েকবার পিতৃালয়ে চলে যায়। তারপর দুই পরিবারের সদস্যরা বসাবসি করে আবার নন্দিতাকে স্বামীর বাড়ি ফিরিয়ে দেন।এরপরে আবার নতুন করে নন্দিতার উপর শুরু হয় মানসিক নির্যাতন। স্বামী মিঠুন ও কাকা শ্বশুর অরুন রায় এবং তার স্ত্রী মিনিসহ শ্বশুর বাড়ির লোকজনেরা মানসিক নির্যাতন করতেন বলে জানা যায়। গত ১ আগষ্ট রাত ১১টা৩০ মিনিটের দিকে নন্দিতার স্বামীসহ তার পরিবারের লোকেরা নন্দিতাকে কাপড় পেচিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করেন বলে অভিযোগ করেন নন্দিতার পরিবারের লোক। ঘটনা উল্লেখ করে নন্দিতার ভাই উজ্জ্বল সরকার বাদী হয়ে গত ২ আগষ্ট ২০২১ লোহাগড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। নন্দিতা সরকারের পরিবারের অভিযোগ নন্দিতাকে গলা চিপে হত্যা করে পরে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখেছে।

পরে পাশের প্রতিবেশীরা আসলে তারা মৃত অবস্থায় নন্দিতাকে হাসপালে নিয়ে যায়। হাসপাতালের ডাক্তার নন্দিতা কে মৃত বললে ওখানে রেখে সবাই চলে যায়। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মিলন জানান, মৃত নন্দিতা সরকারের ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়া গেলে বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা। এ ঘটনায় ৫জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।