বিশেষ প্রতিবেদক:
গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামের সামছুল হকের স্কুল পড়ুয়া মেয়ে (১৫) অপহরণের ৪ দিনেও উদ্ধার হয়নি। এ ঘটনায় স্কুল ছাত্রীর মা মোছাঃ জরিনা আক্তার বাদী হয়ে ৪জনের নাম উল্লেখ করে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযুক্তরা হলেন একই এলাকার আলাউদ্দিনের ছেলে আমির (৪০), আলাউদ্দিনের স্ত্রী আনোয়ারা (৬০), মৃত বারেকের ছেলে বেলাল (৬৫), ও আলাউদ্দিন (৬৭)।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার শৈলাট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী ছনিয়া আক্তার গত (২৬ জুলাই) বিকাল ৩টার দিকে বাড়িতে কেউ না থাকায় একই গ্রামের আলাউদ্দিনের ছেলে আমির তার সহযোগী আরো ২/৩ জন বখাটে যুবক ওই ছাত্রীকে জোরপূর্বক উঠিয়ে নিজ বাড়িতে আটক করিয়া রাখে।
খবর পেয়ে মেয়েকে উদ্ধারের জন্য ও-ই বাড়িতে গেলে মা জরিনা আক্তার ও বাবা সামছুল হককে মারধোর করে তাড়িয়ে দেয়।এবং মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করবে বলে জানায়।
অপহৃতা স্কুল ছাত্রীর মা জরিনা আক্তার বলেন, মেয়ে অপহরণের পর থানায় অভিযোগ করেও কোন ফলপ্রসূ হয়নি। এমনকি মেয়েটি বর্তমানে কোথায় আছে তারও কোন ঠিক ঠিকানা পাইনি। তবে শুনেছি ওয়ার্ড আওয়ামী লীগের নেতা রায়হান তালুকদার আমিরের সাথে আমার মেয়ের বিয়ে পড়িয়েছে।
এব্যাপারে গাজীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রায়হান তালুকদার জানান, বিয়ে হয়েছে কিনা তা আমার জানা নেই আমি পরিবারের কাছে ফিরিয়ে দিতে চেষ্টা করেছিলাম কিন্তু মেয়ে আমার কথা রাখেনি।
এ ব্যাপারে শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক এসআই শাহাদত হোসেন জানান, স্কুল ছাত্রী অপহরণের বিষয়ে তার মা থানায় একটি অভিযোগ দায়ের করেন। এই বিষয়টি মেয়ের চাচা বেলাল উদ্দিন নেতৃত্ব দিচ্ছে। আমি বাড়িতে বলে আসছি মেয়েকে ফিরিয়ে দেওয়ার জন্য। তাছাড়া এলাকার কিছু নেতৃবৃন্দ জানিয়েছে মেয়েকে ফিরিয়ে দিলে মেয়ে নাকি আত্মহত্যা করবে। তাই আমি জোর করি নি তাছাড়া মেয়ের বাবা-মা যদি মামলা করে তাহলে উদ্ধারের জন্য ব্যবস্থা নেয়া হবে।
শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমতিয়াজ মাহফুজ বলেন, স্কুলছাত্রী অপহরণের বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি অভিযোগের ভিত্তিতে অপহৃতাকে উদ্ধারের চেষ্টা চলছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।