সাদুল্যাপুরের প্রধান শিক্ষক ফেন্সিডিল আনতে গিয়ে হিলিতে আটক

 

কেএম জহুরুল হক (জনি)গাইবান্ধাঃ-

দিনাজপুরের হাকিমপুর থানায় ৪২ বোতল ফেনসিডিলসহ গাইবান্ধার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক আটক হয়েছে। আটককৃত প্রধান শিক্ষকের নাম মাসুদ বিল্লাহ (৩৭)। সে সাদুল্লাপুর উপজেলার নলডাাঙা -২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও ধাপেরহাট ইউনিয়নের হাসান পাড়া গ্রামের আব্দুস ছাত্তার মন্ডলের দ্বিতীয় পুত্র।জানা যায় যে, মাসুদ বিল্লাহ গত শুক্রবার (২৩ এপ্রিল) দুপুর ২ টা ৪০ মিনিটে দিনাজপুর জেলার হাকিমপুর থানাধিন ( হিলির) মেইনপিলার ২৮৫/২৬ নং পিলার হতে ৩ কিলোমিটার দুরে বোয়ালদার ভুমি অফিসের সামনে পাকা রাস্তার উপর হতে ৪২ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল সহ বিজিবির হাতে আটক হন।আটকের পর বিজিবি হাকিমপুর থানা সোপর্দ করেন।বিষয়টির সত্যতা নিশ্চিত করে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, এ ঘটনায় মাসুদ বিল্লার বিরুদ্ধে মামলা দায়ের পর তাকে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে।এদিকে এলাকাবাসী জানায় ক্রিকেট জুয়া দিয়ে অপরাধ জগতে জড়ানো মাসুম বিল্লাহ দির্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত। তিনি এখন সাদুল্লাপুর উপজেলায় বড় জুয়ারি হিসেবে পরিচিত। জুয়ায় আসক্তির কারনে তাকে হিঙ্গারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে শাস্তিমূলক বদলি করা হয় নলডাঙ্গা ২ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। কিন্তু তাতেও তিনি ক্ষ্যান্ত হননি। জুায়ার সঙ্গে জড়িয়ে পরেন মাদক ব্যবসায়। স্যাদুল্যাপুর প্রেস ক্লাবের সভাপতি শাহজাহান সোহেল বলেন আমার জানামতে মাসুম বিল্লাহ সাদুল্লাপুরের এক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একজন মেধাবী প্রধান শিক্ষক। তিনি একটি বিশ্ব বিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে অনার্স এবং মাষ্টার্স করেছেন। ক্লাশে তার শেখানোর কৌশল ভালে বলে জানি। এমন একজন শিক্ষক অপরাধ জগতে জড়িয়ে পরা, সবাইকে ভাবায়।