সাভারে নিষিদ্ধ সংগঠন জামাত-উল-মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ৬ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (১৮ জুলাই) রাতে তাদেরকে সাভারের বাড্ডা ভাটপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, নাশকতা চালানোর উদ্দেশ্যে তারা ওই এলাকায় হয়েছিল। গোপণ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে বেশকিছু উগ্রবাদী বই, লিফলেট, সাময়িকী ও ডিজিটাল কনটেন্টসহ মোবাইল উদ্ধার করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।