সিরাজগঞ্জ পৌর শহরের একটি কালী মন্দিরে ৭টি প্রতিমার মাথা ভেঙেছে দুর্বৃত্তরা। সোমবার (২১ জুন) দিবাগত আনমানিক রাত ৩ টার দিকে পৌর শহরের চর-রায়পুর হালদার পাড়া শ্রী শ্রী কালীমাতা মন্দিরে প্রতিমা ভাংচুরের এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি ও এঘটনার তদন্ত চলছে। সেখানে পুলিশের ডিবি ও সিআইডির টিম কাজ করছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে জানিয়ে তিনি বলেন, মামলা হলে খুব দ্রুত মামলা গ্রহণ করে দোষীদের আইনের আওযাতায় আনা হবে। শ্রী শ্রী কালীমাতা মন্দিরের সাধারণ সম্পাদক রঘুনাথ চন্দ্র হালদার বলেন, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে একটি প্রতিমার মাথা বিচ্ছিন্ন করেছে এবং বাকি ৬টি প্রতিমার ঘার মটকিয়ে রেখেছে।
তিনি বলেন, গৌরাঙ্গ কুমার শীল সোমবার ভোর ৫ টার সময় প্রনাম করতে মন্দিরের প্রবেশ করলে ভেতরে প্রতিমা ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে খবরটি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও থানায় জানানো হয়।
সিরাজগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার কানু বলেন, আমি ঘটনাটি শুনেছি ও এঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।