চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পারিবারিক কলহের জেরে আমেনা বেগম (২৫) নামে এক গৃহবধূকে শ্বাস রোধ করে হত্যা করেছে স্বামী। শনিবার (২৬ মার্চ) সকালে উপজেলার বাঁশবাড়িয়ার এম এম জুট মিলস কলোনি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানায়, প্রায় ৪ বছর আগে পরিবারের অমতে প্রেমের সম্পর্কে সন্দ্বীপের মগধরা এলাকার জামাল উদ্দিনের মেয়ে আমেনা বেগমকে বিয়ে করে জামালপুরের রাসেল। শুক্রবার রাতের খাবার খেয়ে ঘুমাতে যাচ্ছিলেন স্বামী-স্ত্রী। এ সময় তুচ্ছ বিষয় নিয়ে রাসেলের সঙ্গে আমেনার ঝগড়া হয়। এরই জেরে রাত ২টার দিকে স্ত্রীকে গলা টিপে হত্যা করে পালিয়ে যান রাসেল। পরে প্রতিবেশীদের খবরে মরদেহ উদ্ধার করে পুলিশ। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন