নিখোঁজের ২ দিন পর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ধানক্ষেত থেকে জামাল উদ্দীন (৪৫) নামে এক ভ্যান চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার বড়বাড়ী ইউনিয়নের সর্বমঙ্গলা গ্রামের পাঁচপীর নামক স্থানের নুর ইসলামের ধানক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ধানক্ষেতে স্প্রে দিতে গিয়ে মরদেহটি চোখে পরে নুর ইসলামের। তিনি পরে পুলিশ ও স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি জানান।
ভ্যান চালক জামাল উদ্দীন জেলার হরিপুর উপজেলার ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের পাহাড়গাও গ্রামের মুনসুর আলীর ছেলে।
তাঁর স্ত্রী হামানুর বেগম জানান, গত সোমবার সকালে বাড়ী থেকে বের হয়ে গেলে আর ফিরে আসেনি। সাংবাদিকদের মাধ্যমে খবর পেলাম তাঁর মরদেহ ধানক্ষেতে পাওয়া গেছে।
বালিয়াডাঙ্গী থানার ওসি তদন্ত আব্দুস সবুর বলেন, পিবিআই এবং সিআইডির উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থর পরিদর্শন শেষে লাশের পরিচয় বের করেছেন। ভ্যানচালকের স্বজনদের খবর দেওয়া হয়েছে। ঘটনার রহস্য উন্মোচনে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।