স্টাফ করেসপন্ডেন্ট,চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ২৮ হাজার পিস ইয়াবাসহ ইমতিয়াজ (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ। সোমবার (২৬ এপ্রিল) ভোর ৩টায় থানার গেইট থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল ইসলাম বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৮ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। গ্রেফতার ইমজিয়াজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।