হৃদয় শীল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া এলাকা থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প । আজ বুধবার দুপুরে ফরিদপুর  র‌্যাব ক্যাম্পের একটি দল টহল ডিউটি করাকালীন ডিএডি মোঃ আবুল বাশার এর নেতৃত্বে আড়পাড়া গ্রামের মুদি দোকানদার শরিফুল ইসলাম (রাহিম স্টোর) এর এর পূর্ব পাশে পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা স্টেডিয়ামপাড়া গ্রামের মোঃ ওমর আলীর ছেলে মোঃ খোকন মিয়া (৪০) । এ সময় তার হেফাজত হতে ৩৮৫ (্তিনশত পঁচাশি) পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০২ টি সীমকার্ডসহ ০১টি মোবাইল ফোন জব্দ করে র‌্যাব।
 পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসহ ধৃত আসামীকে ফরিদপুর জেলার মধুখালী থানায় থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ফরিদপুর জেলার মধুখালী থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।