অ‌লোক মজুমদার | চিতলমারী প্র‌তি‌নি‌ধি
বা‌গেরহা‌টের চিতলমারীর কলাতলা ইউ‌নিয়‌নের চিংগুড়ি জা‌মে মস‌জি‌দের ইমাম হা‌ফেজ মাওলানা আ‌মিনুল ইসলাম(৩৫)‌কে সাত বছ‌রের শিশু ধর্ষ‌নচেষ্টার অ‌ভি‌যো‌গে আটক ক‌রে‌ছে চিতলমারী থানা পু‌লিশ।বুধবার স্থানীয় জনগন তা‌কে আটক ক‌রে পু‌লি‌শে শোপর্দ ক‌রে।
মসাজ‌দের ইমাম লিয়াকত আলী ব‌লেন,প্র‌তি‌দিন ইমাম স্থানীয় ছোট ছে‌লে মে‌য়ে‌দের কোরান শিক্ষা দেন।বুধবার সকা‌লে ইমাম সু‌যোগ পে‌য়ে এলাকার জ‌নৈক ব্য‌ক্তিরসাত বছ‌রের মে‌য়ে‌কে মস‌জি‌দের তার নিজ রু‌মে নি‌য়ে দরজা আট‌কি‌য়ে ধর্ষ‌নের চেষ্টা ক‌রে।ঘটনা‌টি মে‌য়ে বা‌ড়ি‌তে এ‌সে তার মা‌কে খু‌লে ব‌লে।
আটক ইমা‌ম মো‌ড়েলগঞ্জ উপ‌জেলার চিপাবারুইখালী গ্রা‌মের ওমর আলীর ছে‌লে।‌চিতলমারী উপ‌জেলার চিংগু‌ড়ি হা‌ফে‌জিয়া মাদ্রাসার শিক্ষক ও চিংগু‌ড়ি দ‌ক্ষিনপাড়া জা‌মে সম‌জি‌দের ইমাম।
অ‌ভিযুক্ত আ‌মিনুল ইসলাম এ ব্যাপা‌রে ব‌লেন আ‌মি মে‌য়ে‌টি‌কে নি‌জের মে‌য়ের ম‌তো একটু আদর ক‌রে‌ছি।‌কোন অসৎ উ‌দ্দেশ্য ছি‌লো না।‌চিতলমারী থানার তদন্ত ওসি ইকরাম হো‌সেন ব‌লেন,মে‌য়ে‌টির মা থানায় ধর্ষন চেষ্টার এক‌টি মামলা ক‌রেন। মামলা নং ০১।অ‌ভিযুকাত ইমাম‌কে আটক করা হ‌য়ে‌ছে।