রাজধানীর মালিবাগ আবুল হোটেলের পাশে নূর মসজিদের সামনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে আতাউর রহমান (৫৫) নামের এক ব্যক্তি সর্বস্ব খোয়ালেন।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে স্টোমাক ওয়াশ শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসে আই) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে মালিবাগ আবুল হোটেলের সামনে নুর মসজিদের পাশ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে স্টোমাক ওয়াশ শেষে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হয়।
তিনি জানান, মালিবাগে আবুল হোটেলের পাশে নুর মসজিদের একজন নিরাপত্তাকর্মী হাবিবুর রহমান জানায় ভিক্টর পরিবহন বাসে অচেতন হলে বাসের স্টাফরা তাকে ওইখানে ফেলে রেখে যায়। অচেতন অবস্থায় পড়ে থাকলে তিনি পুলিশকে খবর দিলে তাকে উদ্ধার করে ঢামেকে আনা হয়। তিনি আরও জানান, ওই ব্যক্তির গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচর এলাকায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।