নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুমতি ছাড়াই স্কুলের বনজ গাছ বিক্রির অভিযোগ উঠেছে স্কুলের সভাপতির বিরুদ্ধে। এ ঘটনায় জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

সম্প্রতি উপজেলার দাউদপুর ইউনিয়নের দাউদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সৌন্দর্য বর্ধনে কয়েক বছর আগে মেহগনি ও রেন্টিসহ বিভিন্ন প্রজাতির বনজ গাছ লাগানো হয়।

গত সপ্তাহে বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি অলিভ সারোয়ার অনুমতি না নিয়ে গাছগুলো কেটে বিক্রি করে দেন।

এ ঘটনায় সোমবার সকালে এলাকাবাসীর পক্ষে স্কুল কমিটির সদস্য শাকির আহমেদ শিপলু জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অলিভ সারোয়ার বলেন, বিদ্যালয়ের সীমানা প্রাচীরের প্রয়োজনেই চারটি পুরাতন গাছ আমার উপস্থিতিতেই কাটা হয়েছে। এ সময় স্থানীয় লোকজনও উপস্থিত ছিলেন। তবে গাছ বিক্রির কোনো টাকা আমি নিইনি। প্রাচীর নির্মাণ শ্রমিকরা টিফিনের টাকা হিসেবে নিয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহেদা আক্তার বলেন, গাছ কাটার বিষয়ে অভিযোগ পেয়েছিলাম। তদন্ত করা হয়েছে। তদন্তে বিদ্যালয়ের সভাপতির গাছ কেটে নেওয়ার প্রমাণ মিলেছে। আইনি ব্যবস্থা নিতে ঊধ্বর্তন কর্তৃপক্ষকে প্রতিবেদন পাঠিয়েছি।