দিনাজপুরের খানসামায় অবশেষে সিলগালা ও আর্থিক জরিমানা করা হলো সেই অবৈধ ও অনিবন্ধিত পাকেরহাট ইনফিনিটি কেয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।
আজ সোমবার (২৪ জানুয়ারী) দুপুরে খানসামা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান ভ্রাম্যমাণ আদালতে এই ক্লিনিক সিলগালা ও আর্থিক ১৫ হাজার টাকা জরিমানা করেন। জানা যায়,সরকারী নিয়ম না মেনে ক্লিনিক পরিচালনা করায় ও মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.মিজানুর রহমান।
উল্লেখ্য যে, গত ১৫ জানুয়ারি ওই ক্লিনিকে সঠিকভাবে চিকিৎসা সেবা না পাওয়ায় ও ক্লিনিক কর্তৃপক্ষের গাফিলতির কারণে এক প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছে এবং সেই মৃত্যুর জন্য ঐ ক্লিনিকেই দায়ী করেছিল রোগীর পরিবার ও তার স্বজনরা। তবে কর্তৃপক্ষের দাবি ছিল ক্লিনিকে জ্বীনের দোষ থাকায় এ ধরনের ঘটনা ঘটে। ঘটনাটি ধামাচাপা দিতে প্রসূতির পরিবারের সাথে ক্লিনিক কর্তৃপক্ষ মিমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল। ফলে বিষয়টি জানাজানি হয় মূলত সেই সূত্রমতেই এই অভিযান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।