অবৈধপথে সাতক্ষীরা সীমান্ত দিয়ে আসা আটকরা অবৈধপথে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় ২ ভারতীয় নাগরিকসহ ১১ জনকে আটক করেছে সাতক্ষীরা বিজিবি ব্যাটালিয়ন (৩৩)।

শুক্রবার (১৮ জুন) সকালে সাতক্ষীরা বিজিবি’র ৩৩ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। লে. কর্নেল আল মাহমুদ জানান, বৃহস্পতিবার (১৭ জুন) রাত থেকে শুক্রবার (১৮ জুন) সকাল পর্যন্ত তলুইগাছা ও কুশখালী বিওপি’র সীমান্ত থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের মধ্যে সাতজন নারী রয়েছেন। আটকরা বিনা পাসপোর্টে বাংলাদেশে ফিরে আসছিলেন। আটক ৯ বাংলাদেশি নাগরিককে প্রশাসনিক ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে এবং ভারতীয় দুই নাগরিককে বিএসএফ এর কাছে হস্তান্তর করা হয়েছে।

লে. কর্নেল আরও জানান, গত তিন সপ্তাহে সাতক্ষীরা সীমান্তে ৩ জন মানবপাচারকারীসহ ৬৮ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ২ জন রোহিঙ্গা শরণার্থী ও ৩ জন ভারতীয় নাগরিক রয়েছে।