মোঃ নাজমুল হাসান নবীন,বরিশাল জেলা প্রতিনিধি: বরিশাল,বাকেরগঞ্জ উপজেলার ১৪ নং নিয়ামতি ইউনিয়ন এর বাদী মোসাঃ আছিয়া বেগম (৩০) পিতা মৃত আঃ রশিদ সাং রুপারজোর,

বিবাদী ১.মোঃজমাল নাইয়া (২৫) পিতা মৃতঃ আমছেদ ০২.মোঃ নুর ইসলাম (৪০) পিতা সত্তার নাইয়া ০৩.মোঃ শাহিন নাইয়া (২০) পিতা মোঃ মন্নান নাইয়া সর্ব সাং রুপারজোর,

বাদী গত ১৫/০৯/২০২১ তারিখ সকাল ১০ ঘটিকায় বিবাদীরা তার বাড়িতে এসে অকথ্য ভাষায় গাল মন্দ করিলে তার প্রতিবাদে এলোপাতাড়ি ভাবে কিল,ঘুসি, লাথি ও লাঠিসোটা দিয়ে শরিরের বিভিন্ন স্থানে জখম করে, এবং বিভিন্ন ভাবে গুম, খুন, জখম এর হুমকি দেয় । বাদী ১৬/০৯/২০২১ বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

২২ তম দিনে ০৬/১০/২০২১ মোসাঃ আছিয়া বেগম তিনি তার বসত বাড়ি থেকে সকাল ৬ ঘটিকার সময় নিখোঁজ হয় অভিযোগ কারি প্রতিবন্ধী এই বাদী ।
নিখোঁজের বড় বোন মোসাঃ নুরুন নাহার সাথী বাকেরগঞ্জ থানায় নিখোঁজ ডায়রী করেণ তিনি তার নিখোঁজ বোন কে ফিরে পেতে চান
এই বলে কান্নায় ভেঙে পড়েন নিখোঁজে মা ও তার বোন, স্থানীয় মানুষ ও তার মা বোন সাংবাদিক দের যানান সে বুদ্ধি প্রতিবন্ধী মাঝে মাঝে সে একটু উল্টা,পাল্টা কথা বলে তবে কার সাথে অন্যায় করেনা বলে জানান।
প্রতিবন্ধী আইডি নং (১৯৯২০৬১০৭৮১০০০০২১-০২)

এ বিষয়ে বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ আলাউদ্দিন মিলন বলেন তদন্তের পরে যানা যায় সে একজন শারীরিক প্রতিবন্ধী তার খোঁজের জন্য বেশ কয়েক টি থানায় তথ্য দেয়া হয়েছে, তবে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করছি বলে জানান।