বরিশালের আগৈলঝাড়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী তামিম শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে গোপালগঞ্জ সদর উপজেলার বেতগ্রামের বাসিন্দা তামিম সিকদারের সঙ্গে বিয়ে হয় আগৈলঝাড়া উপজেলার নগরবাড়ি গ্রামের বাসিন্দা রাশিদা বেগমের।
দুজনেরই এটা দ্বিতীয় বিয়ে। তাদের ঘরে ১০ মাস আগে একটি ছেলে সন্তানের জন্ম হয়। তামিম বিয়ের পর থেকেই রাশিদাকে বিভিন্ন কারণে মারধর করতেন। বুধবার সন্ধ্যায় পারিবারিক বিরোধের জেরে রাশিদাকে হত্যা করা হয়।
আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম বলেন, হত্যায় অভিযুক্ত মূল আসামি তামিম শেখকে গ্রেপ্তার করা হয়েছে। পারিবারিক বিরোধের জেরে তিনি হত্যা করেছেন বলে স্বীকার করেছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।