রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল দিবাগত রাত থেকে আজ সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে ৮ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১৩ জনকে মাদকদ্রব্যসহ ও ৭ জনকে অন্যান্য অপরাধে গ্রেফতার করা হয়।

আজ শুক্রবার (২১ জানুয়ারি) সকাল ১১ টার দিকে আরএমপি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কলমকথা/বি সুলতানা