তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় দাফনের ১১ মাস পর এক পোশাক শ্রমিকের লাশ কবর থেকে তোলা হয়েছে। একটি হত্যা মামলার তদন্তের জন্য গত বুধবার বিকালে আলফাডাঙ্গা পৌরসভার মিঠাপুর কবরস্থান থেকে পোশাক শ্রমিক সজীব ভূঁইয়ার (২২) লাশ উত্তোলন করে পুলিশ।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ইমাম রাজী, সিআইডি ওসি আনোয়ার নাসিম, মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোয়াজ্জেম হোসেন, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কমিশনার শাহাবুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৫ জানুয়ারি সজীব তার কর্মস্থল গাজীপুর থেকে ছুটি নিয়ে বাড়িতে যান। পরদিন ধারের টাকা আদায়ের জন্য স্থানীয় ইস্রাফিল তালুকদারের বাড়িতে আটকে রেখে তাকে মারধর করা হয়। একপর্যায়ে সজীব অজ্ঞান হয়ে পড়লে তার মুখে বিষ ঢেলে দিয়ে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেপে নিয়ে তার পরিবারকে খবর দেয় অভিযুক্তরা। ২৯ জানুয়ারি সজীবের অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে সজীবের বাবা কামাল ভূঁইয়ার অভিযোগ গ্রহণ করা হয়নি। পরে ২৫ মার্চ ইস্রাফিল তালুকদারকে প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে ফরিদপুর আদালতে মামলা করেন কামাল। তাদের মধ্যে ছয়জন গ্রেপ্তার হয়।
এ মামলার তদন্তের স্বার্থে ফরিদপুর সিআইডি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশটি তোলা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।