ঠাকুরগাঁওয়ে আলোচিত মিলি হত্যা মামলায় নিহতের ছেলে অর্ক রায় রাহুলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
- শুক্রবার বিকেলে ঠাকুরগাঁওয়ের সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট আরিফুল ইসলাম এই আদেশ দেন। সেইসঙ্গে মামলায় গ্রেপ্তার অপর আসামি আমিনুল ইসলাম সোহাগকে হাজতে পাঠানো হয়।
মামলার তদন্তকারী সিআইডি কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, মামলার তদন্তের স্বার্থে মিলি চক্রবর্তীর ছেলে রাহুলের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।অপর আসামি সোহাগের বিরুদ্ধে কোনো রিমান্ড আবেদন করা হয়নি।
উল্লখ্যে, বৃহস্পতিবার (১২ আগস্ট) রাত সাড়ে ৮টায় নিহত মিলির ছেলে অর্ক রায় রাহুল (২৮) ও বিএনপি নেতা আমিনুল ইসলাম সোহাগকে (৪০) গ্রেপ্তার করা হয়। গত ৮ জুলাই সকালে শহরের মোহাম্মদ আলী সড়কে নিজ বাসার পাশে থেকে মিলি চক্রবর্তীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১০ জুলাই পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। পরে ৫ আগস্ট মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।